জানাযার সালাতে সূরা ফাতিহা, না কি সানা, না কি উভয়টা পাঠ করতে হবে?
প্রশ্ন: আমাদের দেশে জানাযার নামাজের প্রথম তকবীরের পর সানা পড়া হয় কিন্তু সুরা ফাতেহা পড়া হয় না। মধ্যপ্রাচ্য সানা পড়া হয় না কিন্তু সুরা ফাতেহা পড়া হয়। প্রথম তকবীরের পর সানা আর সুরা ফাতেহা উভয়টা পড়া যেতে পারে কি? এ বিষয়ে সঠিক বিধান কোনটি? উত্তর:বিষয়টি যদিও দ্বিমতপূর্ণ তবে অধিক হাদিস সম্মত কথা হল, জানাযার সালাতে …