জানাযার সালাতে সূরা ফাতিহা, না কি সানা, না কি উভয়টা পাঠ করতে হবে?

প্রশ্ন: আমাদের দেশে জানাযার নামাজের প্রথম তকবীরের পর সানা পড়া হয় কিন্তু সুরা ফাতেহা পড়া হয় না। মধ্যপ্রাচ্য সানা পড়া হয় না কিন্তু সুরা ফাতেহা পড়া হয়। প্রথম তকবীরের পর সানা আর সুরা ফাতেহা উভয়টা পড়া যেতে পারে কি? এ বিষয়ে সঠিক বিধান কোনটি?

উত্তর:
বিষয়টি যদিও দ্বিমতপূর্ণ তবে অধিক হাদিস সম্মত কথা হল, জানাযার সালাতে প্রথম তাকবিরের পর কেবল সূরা ফাতিহা পড়তে হবে; সানা নয়। কারণ সূরা ফাতিহা পড়ার বিষয়টি হাদিস ও সাহাবীদের আমল দ্বারা সুপ্রমাণিত। কিন্তু সানা পড়ার কথা কোন হাদিসে বর্ণিত হয় নি। তাছাড়া জানাযার সালাতে রুকু, সেজদা, তাশাহুদের বৈঠক ইত্যাদিকে বাদ দিয়ে খুব সংক্ষিপ্ত করা হয়েছে যেন, তাড়াতাড়ি দাফন করা যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُوْنَهَا إِلَيْهِ، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُوْنَهُ عَنْ رِقَابِكُمْ
“তোমরা দ্রুত জানাজার নামাজ পড়ে লাশ দাফন কর। কেননা যদি মৃত ব্যক্তি পুণ্যবান হয়, তবে তোমরা ‘ভালো’ কে দ্রুত কবরে সমর্পণ কর। আর যদি তা না হয়, তাহ’লে ‘মন্দ’-কে দ্রুত তোমাদের কাঁধ থেকে নামিয়ে দাও। (বুখারি ১৩১৫)
তাই তো আল্লামা উসাইমীন রহ. কে প্রশ্ন করা হয়, জানাযার সালাতে কি দুআউল ইস্তিফতাহ (বা সালাত শুরুর দুআ/সানা) পাঠ করা শরিয়ত সম্মত?
তিনি বলেন:
ذكر العلماء أنه لا يستحب ، وعللوا ذلك بأن صلاة الجنازة مبناها على التخفيف ، وإذا كان مبناها على التخفيف ، فإنه لا استفتاح ” انتهى
“مجموع فتاوى ابن عثيمين” (17/119) .
“আলেমগণ উল্লেখ করেছেন যে, এটি মুস্তাহাব নয়। তারা কারণ বর্ণনা করেছেন যে, জানাযার সালাতের ভিত্তি হল সংক্ষিপ্ত করণ। সুতরাং যদি তার ভিত্তিটা হয় সংক্ষিপ্ত করণের উপর তাহলে তাতে ইস্তিফতাহ (সালাত শুরুর দুআ বা সানা) নেই।” (মাজমু ফাতাওয়া ইবনে উসাইমীন ১৭/১১৯)

❑ জানাযার সালাতে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে দলিল:

◉ ১) প্রখ্যাত সাহাবী উবাদা বিন সামেত রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
« لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ »
“যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না।” [বুখারী ও মুসলিম] আর জানাযা অবশ্যই একটি সালাত। যেমন: আল্লাহ তায়ালা বলেন,
وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ
“আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও (জানাযার) সালাত পড়বেন না।” [সূরা তাওবা: ৮৪]

আল্লাহ তায়ালা এখানে জানাযার সালাতকেও সালাত বলে উল্লেখ করেছেন। সুতরাং জানাযার সালাতেও সূরা ফাতিহা পাঠ করতে হবে।
◉ ২) ইমাম বুখারী রহ. জানাযার সালাতে সূরা ফাতিহা পড়ার বৈধতার ব্যাপারে একটি অনুচ্ছেদ আলাদাভাবে উল্লেখ করে তার নিচে একাধিক হাদিস উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি হল:
عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ قَالَ صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ – رضى الله عنهما – عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ قَالَ لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ
“তালহা বিন ওবায়দুল্লাহ বিন আউফ বলেন, আমি ইবনে আব্বাস রা. এর পেছনে জানাযার সালাত পড়লাম। তিনি ফাতিহাতুল কিতাব তথা সূরা ফাতিহা পাঠ করলেন। অত:পর বললেন, “এটাই আল্লাহর নবীর আদর্শ।” [সহীহ বুখারী, অনুচ্ছেদ: জানাযার সালাতে সূরা ফাতিহা পাঠ করা।]
আল্লাহু আলাম।

আল্লাহ তাআলা যেন, সুন্নাহ অনুসারে আমল করার তাওফিক দান করেন। আমীন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব