যেসকল কারণে রোজা ভঙ্গ করা জায়েয
প্রশ্ন: রোজা ভঙ্গ করার গ্রহণযোগ্য কারণ সমূহ কি কি? রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ সমূহ হল: 🌀 ১) অসুস্থতা, 🌀 ২) সফর। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ্ বলেন, وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ “আর যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে (সে রোজা ভঙ্গ করে) অন্য দিনে তা কাযা আদায় করে নিবে।” …