আমরা ছোট কালে যে রোযা করেছি সেগুলোর কি আমরা সওয়াব পাবো?

প্রশ্নঃ ক. আমরা ছোট কালে যে রোযা করেছি সেগুলোর কি আমরা সওয়াব পাবো?
খ. প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে ৭ দিনের রোযা কাজা হয়েছিলো সেগুলো কাজা করি নি। এখন কি সে রোজা গুলো কাজা করতে হবে ? কতগুলো রোযা কাজা হয়েছে তা মনে নেই। তবে আমি কখন প্রাপ্তবয়স্ক হয়েছি হয়েছি সেটা আমার আনুমানিক মনে আছে। এখন কী করণীয়?

উত্তর:
ক. বাল্যকালে কৃত নেক আমলের সওয়াব প্রত্যেকের নিজস্ব আমলনামায় জমা হবে। তবে তার পিতামাতা তাকে শেখানো, উৎসাহিত করা বা সাহায্য করার জন্য সওয়াব পাবে।

খ. অতীতে ঋতুস্রাব অবস্থায় যে সকল রোযা ছুটেছিলো সেগুলো কাজা না করা হয়ে থাকলে এখন তওবা করত: সেগুলো কাযা করে নিতে হবে। সংখ্যা মনে না থাকলে আনুমানিক ধারণা করে কাযা করবে।
▬▬▬▬💠💠💠▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ, সৌদি আরব।।