যদি কারো পিরিয়ড শেষ হয় সকালের দিকে সূর্য উঠার পরে

প্রশ্ন: যদি কারো পিরিয়ড শেষ হয় সকালের দিকে সূর্য উঠার পরে। তাহলে কি পুরোটা দিন তাকে না খেয়ে থাকতে হবে? এই অবস্থায় কী করা উচিৎ?

উত্তর:
দিনের যখনই পিরিয়ড শেষ হোক না কেন দিনের বাকি অংশ (অধিক বিশুদ্ধ মতনুসারে) পানাহার বা অন্যান্য রোযা ভঙ্গের কারণগুলো থেকে বিরত থাকা আবশ্যক নয়। কেননা যেহেতু সে দিনের প্রথম থেকে রোযা রাখে নি সেহেতু বাকি অংশ রোযা থাকায় কোনো ফায়দা নেই। সুতরাং এ সময় পানাহার করা জায়েয তবে রোযাদারদের থেকে আড়ালে করা উচিৎ।

💠 প্রশ্ন: যদি কারো সূর্য উঠার পর পিরিয়ড শুরু হয় তাহলে কি দিনের বাকি অংশ পানাহার করবে না কি পানাহার থেকে বিরত থাকবে?
উত্তর:
রোযা অবস্থায় ঋতুস্রাব শুরু হলে রোযা ভঙ্গ হয়ে যাবে। আর রোযা ভঙ্গ হলে সে স্বাভাবিকভাবে পানাহার করতে পারে।
সুতরাং ফরজের পর ঋতুস্রাব শুরু হলে দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকার প্রয়োজন নাই বরং স্বাভাবিক নিয়মে সে খাদ্যপানীয় গ্রহণ করতে পারে তবে অন্য রোযাদারদের সামনে পানাহার না করে যথাসম্ভব আড়ালে করা উচিৎ। আল্লাহু আলাম।
————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি