স্ত্রী, পরিবার ও নিকটাত্মীয়দের সাথে সুন্দর আচরণ এবং একটি প্রসিদ্ধ হাদিসের ভুল অর্থ ও ব্যাখ্যা
নিম্নোক্ত হাদিসটি আমাদের সমাজে যথেষ্ট পরিচিত: প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সবচেয়ে ভালো যে তার পরিবারের নিকট সবচেয়ে ভালো আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের নিকট সবচেয়ে ভালো।” [ইবনে মাজহ: হাদিস নং ১৯৭৭, তিরমিযী: হাদিস …