রজব মাসের চাঁদ দেখলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তেন কি
প্রশ্ন : রজব মাসের চাঁদ দেখলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তেন: اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক্লানা ফী রজাবা ওয়া শা’বান, ওয়া বাল্লিগ্না রমাদ্বান।’ অর্থ: “আয় আল্লাহ পাক! আমাদেরকে রজব ও শা’বানে বরকত দান করুন এবং রমাদ্বান মাস পর্যন্ত পৌঁছার তাওফীক দিন।” (হিলইয়াতুল আওলিয়া, তবাকাতুল আছফিয়া) এ …