দুআ মুমিনের অস্ত্র এটা কি সহিহ হাদিস

প্রশ্ন: “দুআ মুমিনের অস্ত্র” এটা কি সহিহ হাদিস? রেফারেন্স সহ জানতে চাচ্ছি।

উত্তর:

এটি মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ সনদে প্রমাণিত নয় মতান্তরে বানোয়াট কথা।
তবে এ কথাটির মর্মার্থ সঠিক। অবশ্যই দুআ মুমিনের অস্ত্র। জিন, শয়তান, যাদু-টোনা, বদনজর, বিপদ-মুসিবত এবং আল্লাহর আজাব-গজব থেকে আত্মরক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বিভিন্ন দুআ ও জিকির শিক্ষা দিয়েছেন। এগুলো বাস্তবেই মুমিন জীবনে অস্ত্র ও প্রতিরক্ষার কাজ করে।

◆ ইমাম যাহাবী রহ. এ প্রসঙ্গে পূর্ণাঙ্গ হাদিসটি তুলে ধরে বলেন:
الدعاءُ سلاحُ المؤمنِ ، وعمادُ الدينِ ، ونورُ السمواتِ والأرضِ
“দুআ মুমিনের অস্ত্র, দ্বীন স্তম্ভ এবং আসমান সমূহ ও জমিনের নূর।” এটি মুনকার (মারাত্মক পর্যায়ের দুর্বল) [সূত্র: মিযানুল ইতিদাল ৩/৫১৩]
◆ হায়সামী বলেন: এর সনদে মুহাম্মদ ইবনুল হাসান ইবনে আবী ইয়াযিদ নামক একজন বর্ণনাকারী আছে। মুহাদ্দিসের দৃষ্টিতে সে মাতরূক (পরিত্যাজ্য) [সূত্র: মাজমাউয যাওয়ায়েদ ১০/১৫০]
◆ শাইখ আলবানি বলেন: এটি মওযু বা বানোয়াট কথা। (সূত্র: যঈফুল জামে হা/৩০০১, সিলসিলা যঈফা হা/১৭৯)

– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল –
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।