সালাত সম্পর্কিত একটি বহুল প্রচলিত জাল হাদিস
ক. নিম্নোক্ত হাদিসটি কি সহিহ? ● যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। ● যে ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দিবে তার রুজির বরকত কমে যাবে। ● যে ব্যক্তি আছরের নামাজ ছেড়ে দিবে তার শরীরের শক্তি কমে যাবে। ● যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে তার সন্তানাদি কোনও কাজে আসবে না। …