মহান আল্লাহর আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লেখা থাকা সংক্রান্ত কোনও হাদিসই বিশুদ্ধ নয়
প্রশ্ন: আরশে লেখা আছে, “লা ইলাহা ইল্লাল্লাহু-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।”-এ কথা কি সঠিক?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ উত্তর: এ বিষয়ে একাধিক হাদিস বলা হয়ে থাকে। তবে সেগুলো কোনটি সহিহ নয়। নিম্নে এ জাতীয় ৪টি হাদিস তুলে ধরে বিজ্ঞ মুহাদ্দিসগণের মতামতের আলোকে সেগুলোর মান সম্পর্কে অতি সংক্ষেপে আলোকপাত করা হল: وبالله التوفيق ◆ ১. নিম্নোক্ত হাদিসটি প্রসিদ্ধ: لما اقترف آدم الخطيئة، قال: …