কোনও দুআয় ৪০ জন ব্যক্তি আমিনবললে তা কি কবুল হয়?

প্রশ্ন: নিউজ ফিডে দেখা যাচ্ছে যে, ৪০ জন ‘আমিন’ বললে নাকি দুআ কবুল হয় -এটা কতটুক সত্য?
উত্তর:
বাস্তবেই এমন স্ট্যাটাসে ফেসবুক ভরপুর। ফেসবুকে উক্ত হাদিস তুলে ধরে কেউ বিয়ের জন্য, কেউ মনের মানুষকে পাওয়ার জন্য, কেউ পরীক্ষায় পাসের জন্য…এভাবে একেকজন একেক উদ্দেশ্যে দুআ চাচ্ছে। আর জনগণ কমেন্ট অপশন ‘আমিন’ এর জোয়ারে ভাসিয়ে দিচ্ছে!
অথচ এটা একটা ভ্রান্ত কথা। এমন কোনও হাদিস নেই যে, চল্লিশ জন ব্যক্তি কোনও দুআয় ‘আমিন’ বললে তা কবুল হয়ে যাবে। তাহলে তো আমাদের দেশের বড় বড় ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দুআ মাহফিল এবং মসজিদে নামাজের পরে সম্মিলিত দুআয় যত মানুষ শরিক হয় তাদের কোন দুআই বাদ যেত না; সবই কবুল হয়ে যেতো।
আমরা বলি না যে, ফেসবুকের মাধ্যমে দুআ চাওয়া নাজায়েজ। কিন্তু ৪০জন ব্যক্তি আমিন বললে দুআ কবুল হওয়ার কোনও হাদিস নেই।
এই সব বানোয়াট হাদিসকে কেন্দ্র করেই আমাদের দেশের তাবলিগ জামাতের বিশ্ব ইজতিমায় লক্ষ লক্ষ মানুষ নামাজ না পড়লেও ‘আখেরি মুনাজাতে’ শরিক হওয়ার জন্য তোলপাড় লাগিয়ে দেয়!
এই সব বানোয়াট হাদিস দ্বারাই অনেকেই সম্মিলিত দুআ সাব্যস্ত করার চেষ্টা করে।
আল্লাহ আমাদেরকে দীনের সঠিক জ্ঞান দান করুন এবং ক্ষমা করুন। আমিন।
▬▬▬✪✪✪▬▬▬
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-