শবে কদর কি শুধু রামাযানের সাতাইশ রাতের জন্য নির্দিষ্ট?
প্রশ্ন:-শবে কদর কি শুধু রামাযানের সাতাইশ রাতের জন্য নির্দিষ্ট? উত্তর :-আমাদের দেশে সাধারণত: মানুষ শুধু রামাযানের সাতাইশ তারিখে রাত জেগে ইবাদত বন্দেগী করে এবং ধারণা করে এ রাতেই শবে কদর হবে। কিন্তু এ ধারণা সুন্নতের সাথে সঙ্গতীপূর্ণ নয়। কারণ, আয়েশা (রা:) হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: « تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِى الْوِتْرِ …