রাসুলুল্ললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ২০ রাকাত তারাবিহ পড়েছেন

প্রশ্ন: রাসুলুল্ললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ২০ রাকাত তারাবিহ পড়েছেন?
নাকি তিনি সবসময়ই ১১ রাকাত পড়েছেন?

উত্তর:
‘রাসূল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ রাকআত তারাবীহ পড়েছেন’ মর্মে বর্ণিত একটিও সহীহ নয়। পক্ষান্তরের রমাযান‌ মাসে এবং রমাযান ছাড়া অন্য মাসে রাতের নফল সালাত তিন রাকাত বেতের সহ মোট ১১ রাকআত পড়ার হাদিস সহিহ বুখারীর বিশুদ্ধতম হাদিস।
এছাড়াও ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর যুগে কত রাকাত তারাবিহ পড়া হতো সে বিষয়ে দু ধরণের বর্ণনা পাওয়া যায়।
মুয়াত্তা মালিকে বর্ণিত এক হাদিসে দেখা যায়, তিনি ২০ রাকাত তারাবিহ পড়ার নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু মুহাদ্দিসীনদের দৃষ্টিতে সেটি যফঈ বা দুর্বল হিসেবে প্রমাণিত।
আরেক বর্ণনায় দেখা যায়, তিনি‌ ৮ রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন। এর সনদ বিশুদ্ধ।
বিস্তারিত দেখুন এই লিংকে:
https://salafibd.wordpress.com/2012/07/15/tarabi/
___________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল