রমজানের শেষ দশকে কি ধরণের আমল করা উচিত

প্রশ্ন: রমজানের শেষ দশকে কি ধরণের আমল করা উচিত?

উত্তর:
আলেমগণ বলেছেন, “বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হল, জিলহজ্ব মাসের প্রথম দশ দিন আর শ্রেষ্ঠ রাত হল, রমজানের শেষের দশ রাত।
আমাদের কর্তব্য হল, রমজানের শেষ দশ দিনে রোজা থাকা এবং রাতে বেশি বেশি এবাদত-বন্দেগী করা। যেমন: কিয়ামুল লাইল তথা তারাবিহ/তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত, কুরআনের তরজমা ও তাফসীর পড়া, দীনী জ্ঞান চর্চা, জিকির-আজকার, তাসবীহ-তাহলীল, ইস্তেগফার, দোআ, দান-সদকা ইত্যাদি।

মোটকথা, মহিমান্বিত এই দিনগুলোতে যত প্রকার নেকি ও কল্যাণকর কাজ আছে সেগুলো যথাসম্ভব বেশি বেশি করার চেষ্টা করা উচিত।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
——————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব