নব মুসলিমদের জন্য সুসংবাদ
প্রশ্ন: “বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়” এ কথা কি সত্য? উত্তর: আল্লাহ তাআলা বলেন, قُل لِّلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ “তুমি বলে দাও, অবিশ্বাসীদেরকে যে, তারা যদি নিবৃত হয়ে তবে যা গত হয়ে গেছে তা তাদের ক্ষমা করা হবে।” [সূরা আনফাল: ৩৮] হাদিসে বর্ণিত হয়েছে, …