আমার স্বামীর বাড়ির কেউ আমাদের বিয়েটা মেনে নেই নি।

প্রশ্ন: আমার স্বামীর বাড়ির কেউ আমাদের বিয়েটা মেনে নেই নি। সে কারণে আমার স্বামীও গোপনে মাঝে মাঝে আমার কাছে আসে। এটা কি তার অন্যায়?

উত্তর:
যদি এমন হয় যে, আপনাদের বিয়ের সময় আপনার পিতা/অভিভাবক সম্মত ছিলেন তাহলে আপনাদের এ বিয়ে শরিয়ত সম্মত ও সঠিক হয়েছে। স্বামীর পরিবারের লোকজন তা মেনে না নিলেও কোন সমস্যা নাই। কারণ ইসলামী শরিয়তে ছেলের অভিভাবকের সম্মতির শর্ত নেই।

সুতরাং আপনার স্বামী যদি তার পরিবারের লোকজনকে মেনেজ করতে না পারার কারণে গোপনে আপনার সাথে মিলিত হয় তাহলে তাতে কোন গুনাহ নেই।
তার পরিবারের লোকজন যদি এই বিয়ে মেনে না নেয় তাহলে সে আপনাকে নিয়ে আলাদাভাবে ঘর সংসার করতে পারে। ইসলামী শরিয়তে এতে কোন বাধা নেই ইনশাআল্লাহ।
———
আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলীল