মেয়েরা কি শিক্ষা সফর বা কলেজ ট্যুরে যেতে পারবে?

উত্তর:
স্বামী বা মাহরাম ছাড়া কোন মুসলিম নারীর সফর করা বৈধ নয়। বিশেষ করে কলেজ ট্যুর বা শিক্ষা সফরের মত অনুষ্ঠান যেখানে যুবক-যুবতীরা সাধারণত: নানা ধরণের বিনোদন মূলক কার্যক্রম করে থাকে এবং নানা পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ অনুসন্ধান করে থাকে সেখানে একজন দ্বীনদার তরুণীর অংশ গ্রহণ করা কিভাবে বৈধ হতে পারে?

তাই দ্বীনদারী, তাকওয়া ও চরিত্রিক নির্মলতা হেফাযতের স্বার্থে মাহরাম পুরুষ অথবা স্বামী ছাড়া এ সকল ট্যুর বা শিক্ষা সফর থেকে দূরে থাকা জরুরি। কলেজের পক্ষ থেকে এ ধরণের শিক্ষা সফর বা ট্যুরে অংশ গ্রহণ করা বাধ্যতা মূলক হলে স্বামী/মাহরাম পুরুষ সাথে নিন। অন্যথায় কোন ওজুহাতে যুবক-যুবতী ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সাথে এ সব প্রোগ্রামে অংশ গ্রহণ থেকে দূরে থাকুন। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার , সৌদি আরব