এক ছেলের সাথে পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে আমার পরিবারের সবার অজান্তে আমার বিয়ে হয়

প্রশ্ন: এক ছেলের সাথে পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে আমার পরিবারের
সবার অজান্তে আমার বিয়ে হয়। কিন্তু তারা এখনো আমার
এ বিয়ে মেনে নেই নি। এ ক্ষেত্রে এখন আমার করণীয় কি?

উত্তর:
কোন মহিলার পিতা বা শরীয়ত সম্মত অভিভাবকের অনুমতি বা সম্মতি ব্যতিরেকে বিবাহ বৈধ নয়। বিবাহ হয়ে থাকলে তা ভঙ্গ হয়ে যাবে। তারপর ঐ মহিলার কতর্ব্য হবে, পিতা/অভিভাবকের কাছে ফিরে আসা। পিতা বা অভিভাবক ইচ্ছা করলে সে ব্যক্তির সাথে তার নতুনভাবে বিয়ে দিবে অথবা অন্য কোথাও বিয়ে দিবে। (এটাই সর্বাধিক বিশুদ্ধ অভিমত)।

পিতা/অভিভাবকের অনুমতি ছাড়া যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনি তাদের কাছে ফিরে যান এবং তাদেরকে বুঝিয়ে নুতনভাবে উক্ত ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করুন। এ প্রক্রিয়াটি একান্ত ঘরোয়াভাবেও হতে পারে। এছাড়া আপনাদের গোপন মিলন গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমীন।
—————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী