কাফির প্রতিবেশীদের সাথে ঝগড়া বাধলে মুসলিম পরিবারের কনিষ্ঠ ব্যক্তি যদি তা গোপনে কাফিরদের সাথে কথা বলে তা মীমাংসা করে দেয়

প্রশ্ন : কাফির প্রতিবেশীদের সাথে ঝগড়া বাধলে মুসলিম পরিবারের কনিষ্ঠ ব্যক্তি যদি তা গোপনে কাফিরদের সাথে কথা বলে তা মীমাংসা করে দেয় তবে কি সে সওয়াবের কাজ করল নাকি নিফাক করল?

উত্তর : অমুসলিম প্রতিবেশীর সাথে কোন মুসলিম পরিবারের ঝগড়াঝাঁটি লাগলে কেউ যদি উভয়ের মাঝে ন্যায় সঙ্গত ও সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে মধ্যস্থতা করে বা সমঝোতার ব্যবস্থা করে তাহলে নিঃসন্দেহে তা উত্তম।
সে ব্যক্তি অতি সংগোপনে বিষয়টি সমাধান করলেও কোন আপত্তি নেই ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা বলেন:
وَالصُّلْحُ خَيْرٌ ۗ
“সমঝোতা ও সন্ধি কল্যাণকর।”
[Surat An-Nisa’: 128]

উত্তর প্রদানে : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল