এফএম রেডিওতে চাকুরি
প্রশ্ন: আমি বাংলাদেশের ঢাকায় একটি এফএম রেডিওতে সিনিয়র নির্বাহী, মানব সম্পদ (Senior Executive, HR) হিসেবে চাকরি করি। এফএম রেডিও একটি বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমার প্রশ্ন হচ্ছে, এফএম রেডিওর চাকরি থেকে উপার্জিত অর্থ কি হালাল হবে বা বলা যায় আমার উপার্জন কি হালাল হবে? উল্লেখ্য এই রেডিওতে দিনে ২৪ ঘন্টার মধ্যে কম বেশি প্রায় ১০ …