শেয়ারবাজার ব্যবসা

প্রশ্ন: স্টক মার্কেট (শেয়ারবাজার ) ব্যবসা কি হালাল? বিভিন্ন ব্যাংক ও বিভিন্ন কোম্পানীর শেয়ার কম দামে কিনে এবং দাম বাড়লে বেশী দামে বিক্রি করে, মাঝে মাঝে লসও হয়। এভাবে কি ব্যবসা করা হালাল হবে?

উত্তর:
যে কোম্পানির শেয়ার ক্রয় করা হবে তারা যদি হালাল ভাবে ব্যবসা করে এবং হারাম এর সাথে কোন ধরণের সংশ্লিষ্টতা না থাকে তাহলে তাদের শেয়ার ক্রয় করা জায়েজ। অন্যথায় জায়েজ নয়।

সুতরাং যেসকল শেয়ার বিক্রয়কারী প্রতিষ্ঠান সুদ, হারাম পণ্য ও হারাম ব্যবসায় জড়িত তাদের শেয়ার ক্রয় করা জায়েজ নয়। কেউ তাদের সাথে জড়িত হলে সেও মূলত: ওই হারামের অংশীদার হিসেবে গণ্য হবে।

তাই শেয়ার ক্রয়ের ক্ষেত্রে শেয়ার বিক্রয়কারী প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা অপরিহার্য। তাদের সম্পর্কে না জেনে অন্ধভাবে শেয়ার ক্রয় করা জায়েজ নয়। এতে হারাম উপার্জনে জড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আল্লাহ ক্ষমা করুন।
—————
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার সৌদী আরব।