যদি কেও তার পিতাকে না জানিয়ে তার পকেট থেকে টাকা নিয়ে থাকে

প্রশ্ন : যদি কেও তার পিতাকে না জানিয়ে তার পকেট থেকে টাকা নিয়ে থাকে এবং পরে যখন তার ভুল বুঝতে পারে তখন তার কি করনীয়?

উত্তর : কেউ যদি পিতার অজান্তে যদি তার পকেট থেকে টাকা নিয়ে থাকে (আর বাবার আচরণ থেকে জানা যায় যে, তিনি তাতে রাগ করবেন) তাহলে তার করণীয় হল, আল্লাহর নিকট তওবা করা এবং তার টাকা তাকে ফেরত দেয়া। তবে জানিয়ে টাকা ফেরত দিতে গেলে বা মাফ চাইতে গিয়ে যদি সম্ভাবনা থাকে যে, বাবা রাগারাগি করবেন বা অপ্রত্যাশিত কোন আচরণ করবেন তাহলে যে কোনভাবে উক্ত টাকা তার কাছে পৌঁছিয়ে দিলেও যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জানিয়ে দেয়া জরুরি নয়।
আল্লাহু আলাম।

উত্তর প্রদানে ::: শাইখ আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, ksa

Share: