শিয়ারা হজরত আলী (রা) ও তার পরিবারবর্গের নামের শেষে আলাইহি ওয়াসাল্লাম (আঃ) বলে

প্রশ্ন : শিয়ারা হজরত আলী (রা) ও তার পরিবারবর্গের নামের শেষে আলাইহি ওয়াসাল্লাম (আঃ) বলে । তাদের যুক্তি হল, আমরা নামাজে হজরত মুহাম্মদ (সা) ও তার পরিবারবর্গের উপর দুরুদ পড়ি । সেখানে হজরত মুহাম্মদ (সা) এর পরিবার ও বংশের উপর দুরুদ পেশ করতে বলা হয়েছে । হজরত আলী (রা) ও তার পরিবার হজরত মুহাম্মদ (সা) এর বংশধর । কাজেই হজরত আলী (রা) ও তার পরিবারের উপর দুরুদ পড়া যাবে । এই ক্ষেত্রে সঠিক জবাব কি হতে পারে ?

উত্তর : শিয়াদের সাথে আমাদের এ সব ছোটখাটো বিষয়ে তর্ক করে কোন ফায়দা নাই। তারা আমাদের মূল আকীদা ও বিশ্বাসের সম্পূর্ণ বিপরতী মেরুতে অবস্থান করে।
তারা যেখানে কয়েকজন আহলে বাইত ছাড়া অন্য সাহাবীদেরকে কাফির/মুরতাদ বলার মত ধৃষ্টতা দেখায়, মুসলিম উম্মাম অন্যতম শ্রেষ্ঠ আলেমা মা জননী আয়েশা রা. কে ব্যাভিচারীনী অভিযোগ দিতে তাদের বুক কাঁপে না…তাদের সাথে একটা সাধারণ দুআ নিয়ে বিতর্ক করার কোন প্রয়োজ নাই।

সুতরাং সেগুলো বাদ দিয়ে এ সব টুকিটাকি বিষয় অবতারণা করার প্রয়োজন নাই বলে মনে করি।

উত্তর প্রদানে ::: শাইখ আবদুল্লাহিল হাদী বিন আবদুল জলীল
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, ksa