বাড়ির বাইরে বোরকা পরলেও বাড়িতে মাহরাম-নন মাহরাম মেইনটেইন করা এবং পর্দা রক্ষা করা সম্ভব হচ্ছে না এখন কী করণীয়
প্রশ্ন: দ্বীনের বুঝ আসার পর থেকেই পর্দা করি আলহামদুলিল্লাহ। তবে আমি বাড়িতে কোনভাবেই নন মাহরাম মেইনটেই করতে পারছি না। আব্বু বা পরিবারের অন্য সদস্যরা পর্দার ব্যাপারে অতটা গুরুত্ব দেয় না। তারা বাইরে বোরকা পরে বের হওয়াকেই পরিপূর্ণ পর্দা মনে করে। তবে আমি চেষ্টা করি, মাহরাম-নন মাহরাম মেইনটেইন করার। কিন্তু বাড়িতে চাচাতো, ফুফাতো, দুলাভাইদের প্রায়ই যাতায়াত …