স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের চুড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি শিরক
প্রশ্ন: স্বামী মৃত্যুবরণ করলে নাক ফুল, কানের দুল, হাতের চুড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি শিরক? এ প্রথা না কি হিন্দুদের থেকে এসেছে। এ কথা কি সঠিক? উত্তর: স্বামী মৃত্যুবরণ করলে ইদ্দত পালনের সময় নাক ফুল, কানের দুল, হাতের চুড়ি, মালা ইত্যাদি সৌন্দর্য বর্ধক অলংকারাদি ব্যবহার করা জায়েজ নাই। কেউ আগে থেকে ব্যবহার করলে তা …