স্বামী মারা যাওয়ার পর পরই বা কয়দিন পর বাবার বাড়ি গিয়ে কি ইদ্দত পালন করা যাবে?

উত্তর:- স্বামী মারা যাওয়ার পর একজন বিধবা মহিলা তার স্বামীর বাড়িতে 4 মাস দশ দিন ইদ্দত পালন করবে। এ সময় একান্ত প্রয়োজন ব্যতিরেকে বাবার বাড়ি বা অন্য কোন আত্মীয়র বাড়ি যাবে না।
এ সময় সে কোন অলংকার পড়বে না। নতুন বা জাঁকজমকপূর্ণ আকর্ষণীয় পোশাক পরিধান করবে না। বরং সাধারণত যে পোষাকে চলাফেরা করত সেই পোশাক পরিধান করবে। এক রঙ্গের সাদা পোশাক বা কালো পোশাক পরা আবশ্যক নয়।

_____________________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী