“নাওয়াইতু আন…” এই গদবাঁধা নিয়ত কি কুরআন-হাদিসে এসেছে?
————–
নামাজ রোজা বা অন্যান্য ইবাদতের শুরুতে প্রচলিত গদবাঁধা নিয়ত (নাওয়াইতু আন…) কুরআন ও হাদীসে বর্ণিত হয় নি। সুতরাং তা আরবিতে পড়া যেমন বিদআত বাংলায় অথবা অন্য ভাষাতেও সেটা পড়া বিদআত।
মনে রাখতে হবে, নিয়ত করা ফরজ। নিয়ত ছাড়া কোন ইবাদত আল্লাহর নিকট গ্রহনযোগ্য হবে না। ( সহীহ বুখারীর প্রথম হাদিস)
কিন্তু নিয়ত হবে মনে মনে। নিয়ত অর্থ, ইচ্ছা বা সংকল্প করা। তা মুখে উচ্চারণের বিষয় নয়। আর মুখে উচ্চারণ করার কোন ভিত্তিও নাই।
সমাজে প্রচলিত, নাওয়াইতো আন উসাল্লি লিল্লাহি….এই প্রচলিত গদবাধা নিয়ত কুরআন ও হাদীসে কোথাও নাই। এটি কে বা কারা বানিয়ে আমাদের পাকভারত উপমহাদেশে চালু করে দিয়েছে যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য জনক।
সুতরাং এটি দ্বীনে মধ্যে নতুন সংযোজন। আর দ্বীনের মধ্যে নব সংযোজিত প্রতিটি বষয় বিদআত। আর প্রতিটি বিদআতের পরিণতি জাহান্নাম।
আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরণের বিদআত থেকে হেফাজত করুন। আমীন।
আল্লাহু আলাম।
————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।