পায়ুপথে গ্যাস/বাতাস বের হওয়ার সন্দেহ হলে ওযু ভঙ্গ হবে না যত্ক্ষণ না নিশ্চিত হয়

পায়ুপথে গ্যাস/বাতাস বের হল কি না সে বিষয়ে সন্দেহের বশবর্তী হয়ে ওযু ভঙ্গ হয়েছে মনে করা ঠিক নয় যতক্ষণ না নিশ্চিত হয়।
আব্দুল্লাহ ইব্‌ন যায়দ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অভিযোগ করল, সে সালাতে কিছু অনুভব করে (অর্থাৎ বায়ু নির্গমন হয়েছে বলে সন্দেহ করে।) তিনি বললেনঃ
«لَا يَنْصَرِفْ حَتَّى يَجِدَ رِيحًا أَوْ يَسْمَعَ صَوْتًا»
“সে সালাত পরিত্যাগ করবে না যতক্ষন না গন্ধ বা শব্দ শুনতে পায়। (অর্থাৎ বায়ু নির্গমন হয়েছে বলে তার দৃঢ় বিশ্বাস হয়)।” (সুনান নাসাঈ, পবিত্রতা অধ্যায়-সহীহ)
———–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।