প্রশ্ন:- আমার আগের করা পাপ কাজ ও গুনাহ এর কাজগুলোর জন্য আমি তওবা করেছি কিন্তু কয়েকদিন ধরে ঐসব পাপকাজগুলো আমায় খুব ভাবায়। আমার খুব কষ্ট হয়, নিশ্বাস বন্ধ হয়ে আসে। আমার মনে হয়, আল্লাহ আমায় কি ক্ষমা করবেন না? আমি কী করতে পারি এই অবস্থায়?
উত্তর:-
পাপ যত বড়ই হোক মহান আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। তাই কোন ব্যক্তি যদি পাপ করতে করতে জীবনকে কলুষিত করে দেয় তারপর সে যদি তাওবায়ে নাসূহা বা একনিষ্ঠভাবে তওবা করে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।
তাই হতাশার কিছু নেই। বরং বান্দা যদি মনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে অতীত কর্মের জন্য অনুতপ্ত হৃদয়ে তওবা করে, বেশি বেশি নেকির কাজ করে এবং অগামীতে আর কখনও অন্যায় কাজে লিপ্ত হবে না বলে আল্লাহর নিকট ওয়াদা করে তাহলে নিশ্চয় তিনি তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
কেউ তওবা করলে সে এমন পবিত্র হয়ে যায় যে, সে যেন কখনো পাপ করে নি। অর্থাৎ সে সম্পূর্ণ নিস্কলুষ ও পবিত্র হয়ে যায়।
আল্লাহ তাআলা তওবা করে বাকি জীবন অধিক পরিমানে সৎকর্ম করার তওফিক দান করুন। আমীন।
আল্লাহু আলাম
————————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।