মুসলিমদের পারস্পারিক হক ও সামাজিক দায়িত্ব কর্তব্যসমূহ
সমাজে এক মুসলিমের ওপর আরেক মুসলিমের বেশ কিছু গুরুত্বপূর্ণ হক (অধিকার) রয়েছে। ইসলাম নির্দেশিত এসব হক ও দায়িত্ব-কর্তব্য বাস্তাবায়ন করা হলেই একটি সুন্দর, স্থিতিশীল, কল্যাণমুখী এবং উন্নত শান্তিময় আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং সমাজ থেকে জুলুম ও অন্যায়ের অবসান ঘটবে-তা নিশ্চিত করেই বলা যায়। কারণ এগুলো আসমান থেকে অবতীর্ণ ওহির দিকনির্দেশনা। তাই আসুন, আমরা …