প্রশ্ন: ‘অধিক পরিমাণে স্ত্রী সহবাস করলে মানুষের আয়ু কমে যায়’ কথাটা কতটুকু সত্য?
উত্তর:
‘অতিরিক্ত স্ত্রী সহবাস করলে আয়ু কমে যায়’ এমন কোন কথা কুরআন-হাদিসে আসেনি। তবে এ কথা স্বত:সিদ্ধ যে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অতিরিক্ত সহবাসে স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা থাকে। অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। অধিক পরিমাণে স্ত্রী সহবাস করলে শারীরিক দুর্বলতা ও প্রচুর ক্লান্তি অনুভূত হয়, শরীরের বিভিন্ন জোড় ও গ্রন্থিতে ব্যথা সৃষ্টি হয়। এমনকি শরীরে পর্যাপ্ত বীর্য ঘাটতির কারণে যৌন দুর্বলতা ও অনাগ্রহ ইত্যাদি শারীরিক সমস্যা হতে পারে।
তাই এ ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা উচিত। অবশ্য খেজুর, দুধ, ঘি, দেশি মুরগির ডিম, কিশমিশ ইত্যাদি পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণ খেলে স্বাস্থ্য ঘাটতি পূরণ হয়ে যায়। আল হামদু লিল্লাহ। যদিও সবার অবস্থা এক রকম নয়। মানুষের বয়স অনুপাতে শক্তি, সামর্থ্য ও শৌর্য-বীর্যের উপরে বিষয়টি নির্ভরশীল।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ, সৌদি আরব।।