যমযম পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেয়া প্রসঙ্গে

প্রশ্ন: যমযম পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেয়া হলে বা কাফনের কাপড় ধৌত করা হলে এতে কি মৃত ব্যক্তির কোন উপকার হয়?
______
উত্তর:
মানুষ মারা গেলে যমযম পানি দ্বারা গোসল করার ব্যাপারে কুরআন-সুন্নাহয় কোন নির্দেশনা আসে নি। আর এতে কোন উপকারও নাই। যদি মৃত ব্যক্তির ঈমান ও আমল ঠিক থাকে তাহলে যে কোন পানি দ্বারা গোসল দেয়া হোক না কেন-এমনকি কোন কারণে যদি গোসল দেয়া সম্ভবন নাও হয় তারপরও ইনশাআল্লাহ সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে ঈমান ও আমল সঠিক না থাকলে যমযম পানি দ্বারা গোসল দিলেও তা কাজে লাগবে না।

অনেক মানুষ আগে থেকে কাফনের ক্রয় করে তা যমযম পানি দ্বারা ধৌত করে প্রস্তুত রাখে এই নিয়তে যে, এ কাপড় দ্বারা তার কাফন দেয়া হলে করবের আযাব থেকে মুক্তি পাবে। কিন্তু এ ধারণাও ভ্রান্ত। এ ক্ষেত্রেও উপরোক্ত কথা প্রযোজ্য। আল্লাহু আলাম
—————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল