পুরুষদের জন্য সোনা ও রূপার মালা, আংটি ইত্যাদি পরার বিধান
প্রশ্ন: পুরুষদের জন্য স্বর্ণ ও রূপার মালা, আংটি ইত্যাদি পরা কি জায়েজ? উত্তর: পুরুষদের জন্য স্বর্ণের তৈরি আংটি, হাত ঘড়ি, ব্রেসলেট, গলার মালা, চশমার ফ্রেম, জামার বোতাম, কলম ইত্যাদি ব্যবহার করা জায়েজ নয়। কেননা, হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। ❑ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম: এ ব্যাপারে হাদিস হলো, যায়েদ ইবনে আকরাম রা. বলেন, …