জেনে-শুনে হারাম কাজ সংঘটিত হবে এমন কাজের জন্য ঘর বা জায়গা ভাড়া দেয়া নাজায়েজ

প্রশ্ন:
যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানি সুদি কারবারের সাথে জড়িত তাদের কাছে কি আমি এই ব্যবসায়িক কার্য পরিচালনা করার জন্য কোন ধরণের খালি জায়গা (যেমন: অফিস, স্পেস) ভাড়া দিতে পারব? এই অফিস কক্ষ ভাড়ার টাকটা কি আমার জন্য হালাল?
মোটকথা, আমি একটা ব্যাংককে আমার একটা জায়গা ভাড়া দিতে চাচ্ছি। কিন্তু সেটা কতটুকু ইসলাম সম্মত তা আমার জানা নেই যেহেতু তারা সুদি কারবারের সাথে জড়িত।

উত্তর:

যখন আপনি জানতে পারবেন যে, আপনার ভাড়া দেয়া ঘর বা জায়গায় গুনাহর কাজ সংঘটিত হবে তখন তা ভাড়া দেয়া জায়েজ হবে না। কেননা, এতে গুনাহর কাজে সহযোগিতা হবে। অথচ আল্লাহ বলেন, وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য কর না।” (সূরা মায়িদাহ: ৫)

সুতরাং সুদি কারবারের সাথে জড়িত ব্যাংক বা প্রতিষ্ঠানের জন্য জায়গা বা ঘর ভাড়া দেয়া বৈধ নয়। আল্লাহ আলাম।

সৌদি আরব স্থায়ী ফতোয়া কমিটি, শাইখ আব্দুল্লাহ বিন বায রহ. সহ বড় আলেমগণ এই ফতোয়া প্রদান করেছেন।

———————–
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।