মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন পরানো, কবর খনন এবং দাফন করার ফজিলত
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন পরানো এবং তার জন্য কবর খনন করে তাতে দাফনের ব্যবস্থা করা অত্যন্ত ফজিলত পূর্ণ কাজ। এ মর্মে আবু রাফে রা. হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, مَنْ غسَّل ميِّتًا فكتَم عليه غفَر اللهُ له أربعين مرَّةً ومَنْ كَفَّن ميِّتًا كساه اللهُ مِنَ السُّندُسِ واستبرقِ الجنةِ ومَنْ حفَر لميتٍ …