তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। এ হাদিসে কাদেরকে বুঝানো হয়েছে
প্রশ্ন: হাদিস থেকে আমরা জানি যে, “সে ব্যক্তি উত্তম যে অন্যকে কুরআন শিক্ষা দেয়” এখানে কি শুধু কুরআন সহিহ ভাবে পড়ানোকে বুঝানো হয়েছে? এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চাই। উত্তর: মুসলিম জাহানের ৩য় খলিফা উসমান বিন আফফান রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছেন, خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَه “তোমদের মধ্যে সে ব্যক্তি …