শাহানশাহ/শাহেনশাহ নাম রাখা কি জায়েজ
প্রশ্ন: শাহানশাহ/শাহেনশাহ নাম রাখা কি জায়েজ?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ উত্তর: শাহানশাহ শব্দের অর্থ হল, বাদশার বাদশা বা রাজাধিরাজ। আর এই গুণের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। তাই মানুষের ক্ষেত্রে শাহানশাহ বা শাহেনশাহ নাম রাখা বৈধ নয়। ◆ হাদিসে বিশেষভাবে এ নামটিকে নিকৃষ্ট নাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেমন: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, … Read more