নামাযে মহিলাদের কিছু চুল বের হয়ে গেলে কি নামায বাতিল হয়ে যাবে বা নামায পূণরায় পড়তে হবে?
প্রশ্ন: সঠিক ভাবে চুল ঢেকে নামাযে দাঁড়ালেও অনেক সময় নামায শেষ দেখা যায়, এক/দুইটা চুল বের হয়ে আছে। এই ক্ষেত্রে কি আমাকে পুনরায় নামায আদায় করতে হবে? আবার অনেক সময় এক/দুইটার থেকেও বেশি চুল বের হয়। এ ক্ষেত্রে করণীয় কি? উত্তর: ♻ মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত (এমনকি অধিক বিশুদ্ধ মতানুসারে দু পায়ের পিঠ সহ) ঢাকা …