নামাযে মহিলাদের কিছু চুল বের হয়ে গেলে কি নামায বাতিল হয়ে যাবে বা নামায পূণরায় পড়তে হবে?

প্রশ্ন: সঠিক ভাবে চুল ঢেকে নামাযে দাঁড়ালেও অনেক সময় নামায শেষ দেখা যায়, এক/দুইটা চুল বের হয়ে আছে। এই ক্ষেত্রে কি আমাকে পুনরায় নামায আদায় করতে হবে? আবার অনেক সময় এক/দুইটার থেকেও বেশি চুল বের হয়। এ ক্ষেত্রে করণীয় কি?

উত্তর:
 মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত (এমনকি অধিক বিশুদ্ধ মতানুসারে দু পায়ের পিঠ সহ) ঢাকা আবশ্যক। কেবল মুখমণ্ডল ও দু হাতের কব্জি খোলা রাখা বৈধ যদি পর পুরুষ দেখার সম্ভাবনা না থাকে। অন্যথায় এগুলোও ঢাকা জরুরি।

 যাহোক মাথা ঢাকার পরও অসর্তকতা বশত: সামান্য কিছু চুল বের হয়ে গেলেও সালাত বাতিল হবে না ইনশাআল্লাহ। তবে নামাযরত অবস্থায় বুঝতে পারলে তাৎক্ষণাৎ তা ঢেকে ফেলতে হবে আর নামায শেষে বুঝতে পারলে তা পূণরায় দোহরানোর প্রয়োজন নাই। তবে আগামীতে এ ব্যাপারে আরও সর্তকতা অবলম্বন করতে হবে।

 কেউ যদি জানার পরেও চুল না ঢেকে নামায অব্যহত রাখে তাহলে নামায বাতিল হয়ে যাবে। তার জন্য পূণরায় পূর্ণ পর্দা সহকারে নামায আদায় করা আবশ্যক।
আল্লাহু আলাম।
————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।