সন্তানের নাম রাখার অগ্রাধিকার কার সবচেয়ে বেশি

প্রশ্ন: সন্তানের নাম রাখার অগ্রাধিকার কার সবচেয়ে বেশি?

উত্তর:

সন্তানের অভিভাবক তথা যার উপর সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব বহন করা আবশ্যক সেই তার নাম রাখা সহ সব কিছুর ক্ষেত্রে বেশি হকদার।
অত:এব মা, দাদা, দাদী, নানা, নানী সহ অন্যান্য সকল মানুষের মধ্যে সন্তানের নাম নির্ধারণের ক্ষেত্রে বাবার অধিকার সবচেয়ে বেশি। কারণ এক দিকে তার উপর স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণের দায়িত্ব এবং সেই পরিবারের প্রধান কর্তা ব্যক্তি অন্যদিকে ইসলামের দৃষ্টিতে সন্তান তার বাবার দিকেই সম্বন্ধিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন:
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّـهِ ۚ
“তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।” (সূরা আহযাব: ৫) সুতরাং তার অধিকারই সবচেয়ে বেশি।

অবশ্য স্বামী যদি তার স্ত্রীর মতামত নিয়ে সন্তানের নাম নির্ধারণ করে তাহলে নি:সন্দে তা তার স্ত্রীর প্রতি ভালবাসা এবং উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। সেই সাথে তিনি যদি সন্তানের দাদা-দাদী, চাচা-চাচী, নানা-নানী বা কোনও আলেম বা মুরব্বির উপর নামা রাখার দায়িত্ব অর্পণ করে বা তাদের দেয়া নাম পছন্দ করে তাহলেও কোনও আপত্তি নাই।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।।