ইসলামের দৃষ্টিতে জাদুর ভয়াবহতা এবং তার শাস্তি
আমাদের সমাজে জাদু ব্যাপকভাবে প্রচলিত। এর ক্ষতিকর প্রভাব অত্যন্ত গুরুতর। জাদুকে কালো জাদু (ব্ল্যাক ম্যাজিক), বান, কুফরি, কালাম, তাবিজ ইত্যাদি নামে ডাকা হয়। জাদু কোনো অবাস্তব বিষয় নয়। সমাজের কিছু মানুষ জাদুকে অবিশ্বাস করে, যা মূলত তাদের অজ্ঞতার পরিচায়ক। ইসলামে জাদুর অস্তিত্ব স্বীকৃত এবং এ বিষয়ে যথেষ্ট সতর্কবার্তা প্রদানের পাশাপাশি জাদু প্রতিরোধ ও তা থেকে …