রোগীর অনুপস্থিতিতে দূর থেকে নিয়ত করে অথবা টেলিফোন বা মাইকের সাহায্যে রুকিয়া (ঝাড়ফুঁক) করা শরীয়ত সম্মত নয়
রোগীর অনুপস্থিতিতে তাকে মনে মনে নিয়ত করে অথবা টেলিফোন, মোবাইল বা মাইকের সাহায্যে থেকে রুকিয়া বা ঝাড়ফুঁক করা শরীয়ত সম্মত নয়। রুকিয়া হতে হবে সামনা সামনি-রোগীর শরীরে ফুঁ দেয়ার মাধ্যমে। এটিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ থেকে প্রমাণিত। তবে রোগীর সুস্থতার তার অনুপুস্থিতিতে আল্লাহর নিকট দুআ এবং দান-সদকা করা যেতে পারে। অনুরূপভাবে (অধিক …