অটিজমের কুরআনিক চিকিৎসা কি?

প্রশ্ন: এক মেয়ে বাবুর বয়স ৩ বছর ৪ মাস। সে ৭/৮ মাস এ কথা বলা শুরু করলেও কিছু দিন পরেই কথা বলা বন্ধ করে দেয়। এর পরপর থেকে অনেকটা চেঞ্জ আসে। কথা আর এখন বলেই না। তার মা এখনও মায়ের ডাক শুনে নি। ডাক্তার বলল এটা অটিজম।
কিন্তু আমাদের মনে হচ্ছে বদ নজর। রুকাইয়া সাপোর্ট গ্রুপ থেকে রুকাইয়া শুরু করব ইন শা আল্লাহ। কিন্তু এটা যদি আসলেই অটিজম হয় তাইলে এটার কুরআনিক চিকিৎসা আছে?
বদ নজর এর প্রভাবে কি অটিজম হওয়া সম্ভব? কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে?
দয়া করে দুয়া বা কুরআনিক চিকিৎসা থাকলে জানাবেন।

উত্তর:

লা-বা’স, ত্বাহুর ইনশাআল্লাহ!
দুআ করি, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুন। আল্লাহু্ম্মা আমীন।
অটিজমের জন্য কুরআন-সুন্নায় আলাদা কোন ঝাড়ফুঁক আছে বলে জানা নাই। তবে অন্যান্য যে সকল দুআ ও রুকিয়া (ঝাড়ফুঁক) এর দুআ রয়েছে সেগুলো পড়ে ঝাড়ফুঁক করুন, তার সুস্থতার জন্য দুআ করুন এবং ভালো ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করুন।

বদনজর দ্বারা মানুষের নানা ক্ষয়-ক্ষতি হতে পারে। সুতরাং অটিজম হওয়াও অসম্ভব নয়। তবে যাই ঘটুক না কেন দুআ ও রুকিয়ার পাশাপাশি ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও আধুনিক চিকিৎসা গ্রহণ করুন।

পরিশেষে আবারও দুআ করি, মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। আমীন।
▬▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব