বিয়ে বিলম্বে জিন ও যাদুর প্রভাব এবং আমাদের করণীয়
প্রশ্ন: আমার প্রশ্ন হল, বরপক্ষ মেয়ে দেখতে এসে চলে যায়। যাওয়ার পর তারা আর কিছু বলে না। যখন আসে মনে হয় যেন, তাদের মেয়ে পছন্দ হয়েছে। কিন্তু যাওয়ার পর আর কোনও কথা বলেন না। এটা কীসের লক্ষণ? এখানে কি জিনের প্রভাবে কোনও কিছু হচ্ছে? আর এর জন্য কি কোনও হুজুরের কাছে যাওয়া যায়? এর থেকে …