দুআ, তাসবীহ, যিকির-আযকার পাঠ, কুরআন তিলাওয়াত ইত্যাদির সময় কি মহিলাদের জন্য মাথা ঢাকা বা পর্দা করা জরুরি?

প্রশ্ন: আমরা মহিলারা যেভাবে সতর ঢেকে নামাজ পড়ি অনুরূপভাবে নামাজের পরে যিকির-আযকার ও দোয়া-তাসবীহ পরার সময়ও কি সতর ঢাকা আবশ্যক? অনুরূপভাবে রাতে ঘুমানোর আগে আমরা বিছানায় শুয়ে যে সুন্নতি দোয়াগুলো পড়ি, সে সময়ও কি মাথায় কাপড় থাকা আবশ্যক?

উত্তর:
সালাত অবস্থায় মহিলাদের মুখমণ্ডল ও হাতের কব্জি দ্বয় ছাড়া সারা শরীর আবৃত করা ফরয। তবে সালাতের বাইরে দুআ, যিকির, তাসবীহ-তাহলীল, দরুদ, ইস্তিগফার, কুরআন তিলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী বই-পুস্তক পাঠ ইত্যাদি ক্ষেত্রে মহিলাদের জন্য পর্দা করা আবশ্যক নয়। অনুরূপভাবে বিছানায় শুয়ে দুআ-তাসবীহগুলো পড়ার সময়ও মাথা ঢাকা বা পর্দা করা আবশ্যক নয়।

মোটকথা, সালাতের জন্য মহিলাদের মুখ মণ্ডল ও হাতের কব্জি দ্বয় ছাড়া মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর আবৃত করা আবশ্যক। অন্যান্য ক্ষেত্রে তা আবশ্যক নয় যদি পর পুরুষ দেখার সম্ভাবনা না থাকে। পর পুরুষ দেখার সম্ভাবনা থাকলে সালাত অথবা সালাতের বাইরে সর্বাবস্থায় মুখমণ্ডল সহ (অধিক বিশুদ্ধ মতানুসারে) সারা শরীর ঢেকে রাখা আবশ্যক।
আল্লাহু আলাম
◆◆◆◆◆❖❖❖◆◆◆◆◆◆
উত্তর প্রদানে:
শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।