তাকবীরে উলা এর সাথে চল্লিশ দিন জামাআতে সালাত আদায় জাহান্নাম ও নিফাক থেকে মুক্তির বিশাল সুসংবাদ

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ‏
“কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে চল্লিশ দিন তাকবীরে উলা এর সাথে জামাআতে (অর্থাৎ ইমামের তাকবীরে তাহরিমার সাথে সাথে) সালাত আদায় করে তবে তাকে দুটি মুক্তি সনদ লিখে দেয়া হয়। যথা:
-একটি হল জাহান্নাম থেকে মুক্তির
– অপরটি হল মুনাফিকী থেকে মুক্তির।”

(সুনান তিরমিজী, হাদিস নম্বরঃ [241]
অধ্যায়ঃ ২/ সালাত (নামায) (كتاب الصلاة)
পরিচ্ছদঃ তাকবীরে উলার ফযীলত। হা/২৪১, হাসান ইসলামিক ফাউন্ডেশন।
এবং তা’লীকুর রাগীব ১/১৫১, সিলসিলা সহিহাহ ২৬৫২)

– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল