আর্থিক নিরাপত্তার স্বার্থে সুদি ব্যাংকে টাকা জমা রাখা যাবে কি?
উত্তর: যদি সুদমুক্ত ইসলামী ব্যাংক না পাওয়া যায় এবং অর্থ নিজ হেফাজতে রাখাও ঝুকিপূর্ণ মনে হয় তখন নিরাপত্তার স্বার্থে নিরুপায় হয়ে সুদি ব্যাংকে টাকা রাখা বৈধ হবে কিন্তু তাদের দেয়া সুদ নিজে ভক্ষণ করা যাবে না। বরং তাদের নিকট থেকে মূলধন ও সুদ উভয়টি তুলে নিয়ে সুদে প্রাপ্ত অতিরিক্ত অর্থ সওয়াবের নিয়ত না করে কোন …