পিতা-মাতা যদি হারাম পন্থায় অর্থ উপার্জন করে

প্রশ্ন: পিতা-মাতা যদি হারাম পন্থায় অর্থ উপার্জন করে তাহলে তাদের সে অর্থ ভোগ করা সন্তানের জন্য বৈধ কি বৈধ হবে?

উত্তর:
পিতা-মাতা যদি হারাম পন্থায় অর্থ উপার্জন করে তাহলে তাদের সে অর্থ ভোগ করা সন্তানের জন্য বৈধ যদি তারা নিজেরা উপার্জনক্ষণ না হয় বা তাদের বিকল্প কোন আশ্রয় না থাকে। এতে পিতা/মাতা গুনাহগার হবে; সন্তান নয়। তবে সন্তানরা যখনই নিজেরা উপার্জন করতে শিখবে বা তাদের বিকল্প কোন পথ বের হবে তারা পিতা/মাতার হারাম অর্থ
বর্জন করবে। আল্লাহ উক্ত পিতা/মাতা উভয়কে হেদায়াত করুন। আমীন।

-উত্তর প্রদান করেছেন—
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।