কাউকে জাহান্নামি বলার ভয়াবহতা এবং স্বামী যদি স্ত্রীকে এমন কথা বলে তাহলে স্ত্রীর কী করণীয়
প্রশ্ন: কোন স্ত্রী যদি সিয়াম পালন রত অবস্থায় হক কথা বলার কারণে তার স্বামী তাকে একাধিক বার বদদু্আ দেয় (তার অজ্ঞতার কারণে) “তুই জাহান্নামি”। তাহলে কি সত্যিই সে জাহান্নামে যাবে? জান্নাত-জাহান্নাম দেওয়ার একমাত্র মালিক তো শুধু আল্লাহ। বান্দা কে বলার? সে ক্ষেত্রে উক্ত স্ত্রীর কী করণীয় একটু বলবেন? উল্লেখ্য যে, উক্ত স্বামী তার স্ত্রীর মুখ …