তারাবির নামাজ বাড়িতে আদায় করার বিধান এবং এর রাকাত সংখ্যা
প্রশ্ন: শাইখ আব্দুল আজিজ বিন বায রহ. কে প্রশ্ন করা হয়, রমজান মাসে একজন পুরুষ যদি বাড়িতে একাকী তারাবির নামাজ আদায় করেন তাহলে তার বিধান কী? এবং এর রাকাতসংখ্যা কত? জাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন)। উত্তর: রমজানে কিয়াম (তারাবির নামাজ) মসজিদে আদায় করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: مَنْ قَامَ …